বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিয়াজ হোসেন হত্যা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রাম থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন। শাহ আলী কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান জানান, শাহ আলীকে র্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
শাহ আলীর মা রাফিজা বেগম জানান, আমার ছেলে নির্দোষ। যে মামলায় আমার ছেলেকে গ্রেপ্তার করেছে সে মামলাটিই সঠিক নয়। আমি স্বামী হারিয়েছি, এক ছেলে হারিয়েছি রাজনৈতিক কারণে। এ ছেলেকে হারাতে চাই না। আমি আমার ছেলের মুক্তি চাই।