সিলেটে পৃথক স্থানে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। গতকাল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নাহিদ আহমদ (১৭) ও ববরবন্দ গ্রামের আবদুল মান্নান (৪৫) ও কানাইঘাট উপজেলার কালা মিয়া (৩০)। বজ্রপাতে কানাইঘাট পৌর এলাকায় নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। জানা গেছে, গতকাল দুপুরে জৈন্তাপুর উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নাহিদ আহমদ বাড়ির পাশে খোলা জায়গায় দাঁড়িয়ে ছিল। আর একই উপজেলার ববরবন্দ গ্রামের আবদুল মান্নান বাড়ির পাশে মাঠে কাজ করছিল। বজ্রপাতে দুজন ঘটনাস্থলে মারা যান বলে জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এদিকে কানাইঘাটে বজ্রপাতে আরও দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার। অন্যদিকে সুনামগঞ্জে বিশ্বম্ভপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে সিরাজপুর চরপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, দুপুরে সুনামগঞ্জ ও বিশ্বম্ভপুর উপজেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির বয়ে যায়। এ সময় দ্বীন ইসলাম বাড়ির পাশের সবজি খেতে কাজ করছিলেন। ঝড়বৃষ্টির সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রপাতে কৃষক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভপুর থানার ওসি কাওসার আলম।