ভারতে পাচারকালে সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ইলিশের চালান জব্দ করেছে বিজিবি। গতকাল সকালে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মৌলারপাড় গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দ ইলিশের বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। উল্লেখ্য, এর আগে ভারতে পাচারের সময় একই এলাকা থেকে ২৭৫ কেজি এবং তাহিরপুর সীমান্ত থেকে ৪৬ কেজি ইলিশ জব্দ করে বিজিবি। বিজিবির বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, বিজিবির উপস্থিত টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।