গুজব ছড়িয়ে বিজিবি সদস্যকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সকালে মামলার তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। তিনি বলেন, মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের জেসিও নায়েব সুবেদার সোহেল রানা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি করেন। মামলায় বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন ৫ আগস্ট গাজীপুরের শ্রীপুরে রুদ্ধশ্বাস যাত্রায় প্রাণ হারান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আবদুল আলীম। সড়কে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ আর সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নেমেছে এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় হামলায় প্রাণ হারান বিজিবি সদস্য আবদুল আলীম। হামলায় গুরুতর আহত হন বিজিবির অন্তত ৬৪ জন সদস্য।পুড়িয়ে দেওয়া হয় তাদের সঙ্গে থাকা কয়েকটি যানবাহন।