মেহেরপুরে ৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের ৩১ হাজার ১৭০ টাকা ও দুটি মোবাইল ফোনসহ খায়রুল ইসলাম মিলন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে গোরস্থান পাড়ায় মিলনের বাড়ি থেকে তাকে আটক করে। মিলন ফুরকান আলীর ছেলে। যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, মিলনের শিকারোক্তির ভিত্তিতে ৫ গ্রাম হেরোইন, ৩১ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।