মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন যুবকরা। এতে কমছে জনদুর্ভোগ। এমন উদ্যোগের পর মনোহরগঞ্জ-খিলা সড়কে যান চলাচলে স্বস্তির কথা জানান যাত্রী ও পথচারীরা। উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু জানান, জনপ্রতিনিধিরা মূলত এ কাজ করেন। বর্তমানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা প্রকৌশলী মো. শাহআলম জানান, বন্যায় মনোহরগঞ্জের অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।