বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হবিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, বিএনপি নেতা মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক হোসেন, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ।