সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে জয়পুরহাটের তিলকপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা সেলিম মাহামুদ সজলসহ নয়জনের নামে মামলা করেছে র্যাব। অন্য আসামির মধ্যে রয়েছেন- ইউপি সচিব সাজেদুল ইসলাম, ইউপি সদস্য, মামুনুর রশিদ পিন্টু, বাদশা আলম। জব্দ করা হয়েছে ৬ দশমিক ২ টন সরকারি চাল। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। তারা হলো- আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের স্বামীনাথের ছেলে রিতুল ও খোরশেদ আলমের ছেলে সাজেদুর রহমান।
র?্যাব জানায়, গ্রেপ্তার রিতুল ও সাজেদুর চিহ্নিত অবৈধ চাল মজুদকারী। তারা দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের পরিকল্পনায় সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের কাজে বরাদ্দ চাল মজুত করে বেশি দামে বিক্রি করতেন। গোপন খবরে তিলকপুর বাজারে অভিযান চালিয়ে চালের ১২৪টি ৫০ কেজির বস্তা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭২ হাজার ৮০০ টাকা। এ ব্যাপারে আক্কেলপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন।