ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় আলাদা ইউনিট হচ্ছে বগড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতাল। ইতোমধ্যে ডেঙ্গু চিকিৎসার সব প্রস্তুতি গ্রহণ করেছে হাতপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী কাজ হচ্ছে। শজিমেক হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৭৮ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। চিকিৎসাধীন আছেন পাঁচজন। সিভিল সার্জন ডা. শফিউল আজম জানান, ডেঙ্গু বিষয়ে সভা-সেমিনার করা হচ্ছে। ডেঙ্গু যেন বগুড়ায় ব্যাপক আঘাত না করতে পারে সেজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।