বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মোস্তাক হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। গতকাল দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক ফখরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাতে র্যাব ২ ও ৯-এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তাকে ধানমন্ডি থানা থেকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন তাকে জেলা কারাগারে পাঠানো হয়। মোস্তাক সিলেট জেলার টুকের বাজার এলাকার মৃত আবদুল কাদিরের ছেলে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২ আগস্ট হবিগঞ্জে শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে গুলিতে মোস্তাক আহমেদ নিহত হন। এ ঘটনায় ২১ আগস্ট হবিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম মামুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।