পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় ভাসমান পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা উৎপাদনকারীদের ব্যস্ত সময় কাটছে। সবজির চারার ভালো দাম পাচ্ছেন চাষিরা। জানা যায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি-দোবড়া, কলারদোয়ানিয়া, মালিখালী এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিলাঞ্চলে যুগ যুগ ধরে কচুরিপনা ও অন্যান্য জলজ উদ্ভিদ দিয়ে ভাসমান বীজতলায় বিভিন্ন ধরনের মৌসুমি সবজির চারা উৎপাদন করছেন চাষিরা। সবজির এ চারাগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীরা।
যার মধ্যে রয়েছে লাউ, শিম, করলা, পেঁপে, মরিচ, বেগুনসহ প্রায় সব প্রজাতির সবজির চারা। উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, ভাসমান পদ্ধতির এ চাষাবাদকে সম্প্রসারণের লক্ষ্যে কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা করা হচ্ছে।