ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ থেকে শাহাদাত হোসেন নামে এক ওমান প্রবাসীকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার রাধানগর ইউনিয়নের জাঙ্গলমিয়া এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শাহাদাত ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বুধবার বিকালে রাধানগর ইউনিয়ন পরিষদে যান। তার আগমনের খবরে সেখানে বিপুল সংখ্যক নেতা-কর্মী সমবেত হন। হঠাৎ একদল যুবক তাকে সেখান থেকে শাহাদাত হোসেন টেনে-হিঁচড়ে সিএনজিচালিত অটোরিকশায় তোলেন। এরপর তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন তারা। একপর্যায় শাহাদাতকে রাস্তার পাশে ফেলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। স্বাস্থ্যের অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ জানায়, এমন একটি ঘটনা আছে। কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।