মানসিক প্রতিবন্ধী গৃহকর্মী খুরশিদা আক্তার (৩৭) হত্যার প্রধান অভিযুক্ত নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুরকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। বিবাহবর্হিভূত সম্পর্ককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তার নাজমুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামের নুরুল হক ঠাকুরের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের সিরাজুল হকের মেয়ে খুরশিদা মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি নাজমুল হক ঠাকুরের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এ সূত্রে তাদের মধ্যে বিবাহবর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে। নাজমুলের পরিবারে কলহ সৃষ্টি হয়। ২১ সেপ্টেম্বর খুরশিদা পেপে আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন দুপুরে বাড়ির পাশের পুকুরে খুশিদার গলিত লাশ ভেসে ওঠে। শরীরে ইট বাঁধা ছিল। এ ঘটনায় মুকসুদপুর থানায় হত্যা মামলা করা হয়।