বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুর (৪২) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতের বিচারক সুমন হোসেন গতকাল এ আদেশ দেন। বুধবার রাতে র্যাব-১০-এর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার। আদালতে তোলার আগে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আলমগীর শেখ তিতু নিজেকে নির্দোষ দাবি করেন।
আসামি পক্ষের আইনজীবী মোস্তফা কবীর বলেন, আমরা দ্রুত জজ কোটে আপিল করব। সেখানে তিনি ন্যায়বিচার পাবেন আশা করছি। রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনকে আসামি করে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়। এ মামলার ৭ নম্বর আসামি সাবেক পৌর মেয়র আলমগীর শেখ তিতু।