বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ স্মরণে কুড়িগ্রামের ফুলবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলার আয়োজনে এ প্রতিযোগিতা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ। সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুলসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলার সমন্বয়ক হাসান সরকার চাঁদ এ সময় উপস্থিত ছিলেন।