সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী শিক্ষকরা অংশ নেন।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা স্নাতক সম্মান আর বেতন গ্রেড ১৩তম। অথচ অষ্টম শ্রেণি পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। মাধ্যমিকের সহকারী শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ যোগ্যতা স্নাতক সম্মান। তাদের সবার বেতন গ্রেড দশম।
আর আমরা শিক্ষকরা একই যোগ্যতায় চাকরিতে প্রবেশ করলেও অবস্থান করছি ১৩তম গ্রেডে। তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের কাছে আবেদন যাতে আমাদের দশম গ্রেডে উত্তীর্ণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।