শ্রীপুরে ইসরাফিল নামে যুবককে ঘুম থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। নিহতের নাম ইসরাফিল (২৪)। তিনি শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে। নির্যাতনের ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর থানায় অভিযোগ দেন ইসরাফিলের বাবা। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাক আহমেদ জানান, ইসরাফিল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত করা হবে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, নির্যাতনে যুবকের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের দেওয়া অভিযোগের তদন্ত চলছে।
স্বজনরা জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়িতে ঘুমিয়ে ছিল ইসরাফিল। সকাল ৭টার দিকে এলাকার কয়েকজন তাকে ঘুম থেকে ডেকে মসজিদের চুরি যাওয়া ব্যাটারি সম্পর্কে জানতে চায়। তাকে নিয়ে যায় বাড়ির অদূরে শৈলাট পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে হাত-পা রশি দিয়ে বেঁধে চালানো হয় নির্যাতন। গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে ভর্তি করা হয় হাসপাতালে।