ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় চটপটি ও মুড়িভর্তা খাওয়াকে কেন্দ্র করে মাহবুব (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আইঙ্গন ব্রিজের পাশে গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় হত্যায় অভিযুক্ত বজলু মিয়াকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
জানা যায়, ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালী এলাকার বারেক মিয়ার ছেলে ব্যবসায়ী মাহবুর রহমান আইঙ্গন এলাকায় চটপটি খেতে যান। তখন জুলমত আলীর ছেলে বজলু ওই দোকানে গিয়ে চটপটি চান। চটপটি আগে পরে দেওয়া নিয়ে দুজনের তর্ক হয়। একপর্যায়ে মাহবুবকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে বজলু। ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থায়ীরা বজলুকে ধাওয়া দিলে তিনি বাড়িতে এসে লুকিয়ে পড়েন। এলাকাবাসী বাড়ি ঘেরাও করে রাখেন।