বাহুবলে মাসুক মিয়া (৩৩) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রামপুর গ্রামে ধানের জমি থেকে গতকাল তার লাশ উদ্ধার করা হয়। তিনি বানিয়াচং উপজেলার কাটখালের জিতু মিয়ার ছেলে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাত ১১টার দিকে তিনি যাত্রী নিয়ে বাহুবল আসেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। হদিস নেই তার ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিরও। রামপুর গ্রামের ধান খেতে গতকাল মাসুকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানান। মডেল থানার এসআই সোহেল মাহমুদ জানান, দুই দিন লাশ পড়ে থাকায় পচন ধরেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে।