রাজবাড়ীতে জামায়াতে ইসলামী সদর ও পৌর শাখার আয়োজনে কর্মী সম্মেলন হয়েছে। পৌর কমিউনিটি সেন্টারে গতকাল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চরের পরিচালক এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ। রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমির সাঈয়েদ আহম্মদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের সহকারী দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাড. নূরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, সংস্কারের জন্য অন্তর্তর্তী সরকারকে আমরা যৌক্তিক সময় দেবো-যাতে টেকসই সংস্কার হয়। সেটা যেমন তাড়াহুড়া করা যাবে না আবার অতি বিলম্ব করা যাবেনা। ইতমধ্যে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা আশাবাদি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবেন।