মোবাইল চার্জ দিতে গিয়ে বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্টে তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর জমির মুন্সি এলাকায় এ ঘটনা ঘটে। নোমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি জমির মুন্সি এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে ডিউটি শেষে রাত ১টার দিকে বাসায় ফেরেন নোমান। রাত বেশি হওয়ায় পরিবারের কাউকে বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। পরে তিনি বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় চার্জারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ও দ্বগ্ধ হন চিকিৎসক নোমান। পরে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।