শরীয়তপুরের ডামুড্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী রাসেল সরদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় একটি সেলুনে শুক্রবার দুপুরে এ হামলা হয়। দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক গতকাল বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলালের সঙ্গে একই এলাকার রাসেল সরদারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। শুক্রবার দুপুরে রাসেল ইসলামপুর ভাঙ্গাব্রিজ এলাকায় সেলুনে চুল দাড়ি কাটাতে যান। তখন দ্বীন মোহাম্মদ দুলালের নেতৃত্বে ১০-১২ জন রাসেলের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।
ডামুড্যা থানার ওসি জানান, পূর্বশত্রুতার জেরে রাসেল নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, যতটুকু জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরে এ হত্যাক-। অভিযোগ দিলে মামলা নেওয়া নেব।