মাছ ধরার জাল চুরি সন্দেহে তহিদুর রহমান বাংরু নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার শশরা ইউপির সাহেবগঞ্জে এ ঘটনা ঘটে।
তহিদুর (৩০) সদর উপজেলার কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামের মৃত মেহেরাব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন। গতকাল নিহতের মামাতো ভাই শাহিনুর রহমান পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন।
কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, তহিদুরের লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুর সদরের শশরা ইউপির সাহেবগঞ্জ হাট এলাকায় মাছ ধরার রিং জাল ও কারেন্টের জাল চুরির অভিযোগে তহিদুর রহমান বাংরুকে আটক করে কয়েক যুবক। শুক্রবার তারা বাংরুকে ধরে কাউগাঁও হাটখোলা রেললাইনের পাশে বাঁশঝাড়ে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেদম পিটিয়ে আহত করে।