দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১১ জন। শুক্রবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত ফরিদপুর, চট্টগ্রাম, বরিশাল, নাটোর, কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের হারুন অর রশিদ (৪২) ও চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের কবির মাতুব্বর (৫৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায়।
চট্টগ্রাম : পটিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন এর চালক আবদুল মান্নান (৪৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত মান্নান পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়ার বাসিন্দা। শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল : গৌরনদীতে পিকআপের ধাক্কায় থেমে থাকা একটি ট্রাকের যাত্রী ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পিকআপচালকের সহকারী। শুক্রবার গভীর রাতে গৌরনদীর গাইনেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল সরকার (৫৫) ঝালকাঠি সদর উপজেলার সংগ্রাম নীল গ্রামের বাসিন্দা।
নাটোর : নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক। এ সময় বাচ্চু (৩৮) নামে অপর এক আরোহী আহত হন। গতকাল দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গাজীরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
কিশোরগঞ্জ : করিমগঞ্জে রাস্তা পার হওয়ার সময় পিকআপের চাপায় নিহত হয়েছেন আফরোজা সুলতানা রূপা (৩০) নামে এক নারী। শুক্রবার রাতে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের শিমুলতলা এলকায় দুর্ঘটনাটি ঘটে। রূপা কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের চন্দন মিয়ার স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার চৌঠালা ইউনিয়নের মাদরাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী শিবগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার বড়হাদি নগর গ্রামের বাসিন্দা।