শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ ও কামাল হোসেন নামে অটোচালককে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা থেকে গতকাল চালসহ আটক হন তিনি। গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল অটোতে করে চান্দেনগর গারোভিটা নিয়ে যান চালক কামাল হোসেন। পরে আরও ১৫ বস্তা চাল স্থানীয়রা আটক করে। ওসি জুবায়দুল আলম বলেন, আরও কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।