দিনাজপুরে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৮টি ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাগলু গাড়ি, জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন, গ্রেপ্তাররা হলো- শমবারু দাস (২৬), দীপু চন্দ্র দাস (৩০), সুজন দাস (২৭), আলমগীর হোসেন (৩৬) এবং দুলাল হোসেন (৩৬)। গতকাল পুলিশ সুপার নাজমুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মটরস গাড়ির গ্যারেজে প্রবেশ করে নাইট গার্ডসহ ছয়জনকে হাত পা বেঁধে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়ি থেকে ২০টি ব্যাটারি, নগদ ৩ লাখ ৫২ হাজার টাকা, পানির মোটর ও ছয়টি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলা-উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।