বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াধাপ থানা জামায়াতের আমির মাওলানা হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। থানা সেক্রেটারি এনামুল হক রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবদুল হালিম বেগ।
, চারমাথা থানা আমির মাওলানা আবদুল বাসেত, উপশহর থানা আমির মাওলানা আবদুল হামিদ বেগ, ফুলবাড়ী থানা আমির অ্যাডভোকেটট শাহীন মিয়া, আইবিডব্লিউ নেতা আবদুল বাসেত, প্রভাষক জাহেদুর রহমান, আবদুল হালিম, সাইফুল ইসলাম ভান্ডারী প্রমুখ।