টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল ঘুসিতে চাচা রিয়াজ খানের (৪৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আজগানা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত ভাতিজা রুবেল পালিয়ে গেলেও পুলিশ তার বাবা, মা ও স্ত্রীকে আটক করেছে। জানা যায়, রবিবার সকালে রিয়াজ খানের সঙ্গে রুবেলের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে রুবেল চাচাকে কিল ঘুসি মেরে মাটিতে ফেললে তিনি জ্ঞান হারান। তাকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে চাঁদপুরের মতলব উত্তরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন ভাই সফিকুল ইসলাম বেপারীকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মিঠুরকান্দি গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে জড়িত ছয়জনকে গতকাল পুলিশ আটক করেছে। এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি রবিউল হক। পুলিশ জানায়, কলিম উল্লাহ বেপারীর ছেলে সফিকুল ইসলামের সঙ্গে তার ভাইবোনদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে নিজ বাড়িতে ভাইবোনদের সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে সফিকুলকে মারপিট করে তারা।