সুনামগঞ্জের ধোপাজানসহ বিভিন্ন নদী থেকে বালু-পাথর লুট, পাড় কেটে জনপদ হুমকিতে ফেলা ও পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ভুক্তভোগী এলাকাবাসী কর্মসূচির আয়োজন করেন। বক্তারা বলেন, ইজারাবিহীন ধোপাজান নদী থেকে প্রতিরাতে প্রায় ৫ কোটি টাকার বালু ও ১ কোটি টাকার পাথর লুট হয়। ৬ বছর ধরে লুটপাট চললেও প্রশাসন পদক্ষেপ নেয়নি। উছমান গনীর সভাপতিত্বে বক্তৃতা করেন আবু নাছার আহমদ, সাইফুল আলম ছদরুল প্রমুখ।