নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার বিএনপি নেতা আতাউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকালে তাকে আদালতে হাজির করা হলে আসামি পক্ষের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।
উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে শনিবার দিবাগত রাতে আতাউরকে আটক করা হয়। তিনি সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে।