কুমিল্লার চান্দিনায় দুই পরিবারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুটে নেওয়ার পাশাপাশি চারজনকে কুপিয়ে আহত করে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের দোতলা গ্রামের হোসেন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আহত হন মোবারক হোসেন ভূঁইয়ার ছেলে সাইদুল ভূঁইয়া, সজীব ভূঁইয়া, সিরাজুল ইসলামের ছেলে সুমন মিয়া ও সামছু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। তাদের মধ্যে সাইদুল ভূঁইয়া ও সজীব ভূঁইয়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গৃহকর্তা অহেদ আলী ভূঁইয়া গতকাল বিষয়টি নিশ্চিত করেন। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, ঘটনার শোনার সঙ্গে সঙ্গে আমিসহ আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি।