খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। গতকাল দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের কনফারেন্স রুমে বাঙালি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপকালে বিশেষ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, ধর্ষণের অভিযোগে মঙ্গলবার খাগড়াছড়ি টেকনিক্যাল কলেজের শিক্ষক আবুল হাসনাত মো. সোহেলকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।