বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মাস্টার রোল কর্মচারীরা। গতকাল এ দাবিতে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলমকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে তালাসহ নগর ভবনের প্রবেশ ও বাইরের পথে তালা ঝুলিয়ে দেন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. ছামছুল আলম বলেন, বেতন বৃদ্ধি নিয়ে ইতোমধ্যে প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।