শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের কৃষি প্রদর্শক মাহবুবুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিমের নির্দেশে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নজরুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল হান্নান। এর আগে গতকাল সকালে শিক্ষার্থীরা অভিযুক্ত ওই কৃষি প্রদর্শকের বিরুদ্ধে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই কর্মসূচিতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।