নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আবদুল্লাহ চৌধুরী ওরফে রাসেল (৩৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক গতকাল এ রায় দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কর্মচারী বোরহান উদ্দিন বাহার হত্যা মামলায় তার ‘বন্ধু’ দেলোয়ার হোসেনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। জেলা দায়রা জজ শারমিন নিগার গতকাল এ রায় দেন।