ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীমকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সনদ স্থগিতসহ মামলার সুপারিশ করা হয়েছে তাদের বিরুদ্ধে। কলেজের একাডেমিক কাউন্সিল বুধবার নিজস্ব সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়। এ ছাড়া আরও ১৬ জন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইন্টার্নশিপ বাতিল, সনদ স্থগিত, ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। তারা হলেন- নুজহাত তাবাসসুম, নাইম আল ফুয়াদ, সৌরভ পাল, ইমরান হোসেন, আশরাফুল কবির নাহিদ, আল নাহীয়ান, আজিজুল হক, সাদমান প্রান্ত, ইফতেখার আহমেদ, অনুজ বিশ্বাস, মাসুক উল্লাহ মুগ্ধ, আকিফুর ফারহান, প্রান্তিক চন্দ্র মোহন্ত, তাজবিন আহমেদ, মাহমুদুল হাসান ও শামীম রেজা আয়ন। অধ্যক্ষ দিলরুবা জেবা বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ নিয়ে পর্যালোচনা শেষে হয় এ সিদ্ধান্ত।