চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আলমগীর হোসেন (৪২) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চিৎলা গ্রামসংলগ্ন খালে গতকাল লাশটি পাওয়া যায়। আলমগীর আলমডাঙ্গার ভালাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের ছেলে। নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি আলমগীর। রাতে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। স্থানীয়রা গতকাল সকালে বাঁশবাগানের পাশে খালে তার লাশ দেখতে পান। ভ্যানটি পাওয়া যায়নি। জহুরুলের ধারণা তার ভাইকে খুন করে ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া জানান, লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।