সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে দুই মানব পাচারকারীসহ পাঁচজন আটক হয়েছে। জেলার পদ্মশাখরা ও হিজলদি সীমান্ত থেকে গতকাল ভোররাতে তাদের আটক করা হয়। পদ্মশাখরায় আটকরা হলেন- জসিম উদ্দিন, বিলাল হোসেন ও শামছুজ্জামান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোটরসাইকেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধভাবে ভারতে যাওয়ার বিষয় স্বীকার করেছে।
তিনজনকে পাঠানো হয়েছে সদর থানায়। এদিকে হিজলদি সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় আটক হয়েছেন দুজন। তারা হলেন- মৌসুমী ও মামুন। তাদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাত জেলে আটক : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নিষিদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে মাছধরার সরঞ্জামসহ সাত জেলেকে গতকাল আটক করেছে বনবিভাগ। তারা হলেন- বিল্লাল হোসেন, খলিল, তবিবুর রহমান, মাছুদুল আলী, মিন্নাত গাজী, ইশার আলী ও আবদুস সুবর।