সোনারগাঁয়ে অপহরণের এক দিন পর আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ওসি আবদুল বারী বলেন, আদিবের বাবা বিদেশে থাকেন। এ সুযোগে আদিবের খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ কয়েকজন বিমানবন্দরে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাকে অপহরণ করে। পরে তাকে নিয়ে সিলেটের একটি আবাসিক হোটেলে ওঠে। সেখান থেকে অপরহরণকারীরা আদিবের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবি করে। ভিকটিমের পরিবারের অভিযোগের পর বৃহস্পতিবার রাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আদিবকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।