নোয়াখালী সদর উপজেলায় ছুরি মেরে আহত করার চার দিন পর এক অ্যাম্বুলেন্স চালক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় তার। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে নিহতের স্বজনরা বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছে। জামাল হোসেন (৩৩) নোয়াখালী পৌরসভার মধুসূদনপুর গ্রামের রফিক উল্যার ছেলে। ছুরি মারার ঘটনা ঘটে গত মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার হাসপাতাল রোডে। গণপিটুনির শিকার হৃদয়ের বাড়িও মধুসূদনপুরে। সুধারম থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা কৃঞ্চ মোহন বলেন, ভিকটিম ও অভিযুক্ত যুবকের বাড়ি পাশাপাশি। পূর্বশক্রতার জেরে এ ঘটনা ঘটে।