লালমনিরহাটের হাতীবান্ধায় কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। গ্রেপ্তাররা হলো- দক্ষিণ গোতামারী এলাকার আবদুর ছাত্তার, দইখাওয়া বাজার এলাকার রোকন, রাকিবুল, আল আমিন, রতন মিয়া সাবু, নওদাবাস এলাকার সুলতান।
পুলিশ জানায়, উপজেলার উত্তর গোতামারীর এক কলেজছাত্রীর সঙ্গে দইখাওয়া বাজারের কসমেটিক ব্যবসায়ী আবদুর ছাত্তারের প্রেম হয়। বিয়ের আশ্বাসে মেয়েটিকে ধর্ষণ করে সাত্তার। গোপনে বন্ধুকে দিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে।