সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সাতক্ষীরায় এবার ৫৬২টি মন্ডপে চলছে দুর্গোৎসবের আয়োজন। দিন-রাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। প্রায় শেষপর্যায়ে প্রতিমার অঙ্গসজ্জার কাজ। মন্ডপে মন্ডপে নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সহসভাপতি ও কাটিয়া কর্মকারপাড়া মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত বলেন, প্রতি বছরের ন্যায় এবার জাকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রতিটি মন্ডপে র্যাব, বিজিবি ও পুলিশ টহল জোরদার করতে পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের সহয়তা হস্তক্ষেপ চেয়েছেন তারা। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সার্বিকভাবে সহযোগিতা করছেন। সাতক্ষীর পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, প্রতিমা তৈরি, পূজা উদযাপন ও বিষর্জনকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।