ফরিদপুরে একটি বাড়িতে রেক্টিফাইড স্পিরিট, পানি, রং এবং এসেন্স মিশিয়ে তৈরি করা হতো বিদেশি মদ। উপকরণসহ নকল মদ তৈরি চক্রের হোতাসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলেন- ফরিদপুর সদরের রঘুনন্দনপুর পাট্টাদারকান্দির মজিদ জোমাদ্দারের ছেলে আবুল হোসেন আবুল, জেলা সদরের বিল মাহমুদপুর পূর্ব মল্লিক ডাঙ্গীর হোসেন মল্লিকের ছেলে হাফিজুল ইসলাম পাচু ও সদর উপজেলার সদরদী এলাকার ইমান আলীর ছেলে আতিয়ার। আবুল হোসেন চক্রের হোতা এবং হাফিজুল ও আতিয়ার সহযোগী হিসেবে কাজ করেন দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গত শুক্রবার বিকালে ফরিদপুর সদরের মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে আবুল হোসেন ও তার সহযোগী হাফিজুল ইসলাম পাচুকে নকল মদসহ আটক করা হয়। আবুলের দেওয়া তথ্যমতে রাতে অভিযান চালানো হয় সদরদী গ্রামে আতিয়ারের বাড়িতে। সেখানে ৩ লিটার নকল মদ, মদ তৈরির জন্য ৩১ রেক্টিফাইড স্পিরিট জমা রাখা ছিল।