পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছেন যুবদল নেতা-কর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে গতকাল সকালে জেলা যুবদল সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে চলে এ অভিযান। যুবদলের অর্ধশত নেতা-কর্মী কয়েক ভাগে ভাগ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম, আঙ্গিনা ও কড়িডোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখেন। তারা রোগীর স্বজনসহ সাধারণ মানুষদের সচেতনতামূলক নানা উপদেশ দেন। সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান বলেছেন আপনারা সমাজের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। এ প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা দিয়েছেন আমরা যেন সামাজিক কাজ করে যাই।