সখীপুরে কুকুরের কামড়ে শিশু, নারীসহ ২২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৬ জনকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে কুকুরের কামড়ে আহতরা চিকিৎসা নিতে আসে বলে জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র। পাঁচজনকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যরা নিজের টাকায় ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়েছেন। ভ্যাকসিনের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, শনিবার দুপুর ২টার পর থেকে কুকুরের আক্রমণে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। যাদের শরীরে আঘাত বা ক্ষত বেশি তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের কোনো ভ্যাকসিন নেই। চাহিদাপত্র পাঠানো হয়েছে।