নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় গণসংযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শহরের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল এ গণসংযোগ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট ও স্টিকার। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. নূরুন্নবী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতঙ্কিত না হয়ে আমাদের সচেতন হওয়া বেশি জরুরি। সবাই সচেতন হলেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারব। জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কোনোভাবেই এটি অবহেলা করা যাবে না। পাশাপাশি বাড়ির ছাদ, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বসুন্ধরা শুভসংঘের মামুনুর রশিদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- মেহেদী মঞ্জুর বকুল, এস এম রাসেল, দীপ বাপ্পি প্রমুখ।