ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার পরিত্যক্ত একটি ডোবা থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল পৌর এলাকার টেলিফোন অফিসের সামনের ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সকালে ডোবায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, হত্যা করে লাশ ডোবায় ফেলে থাকতে পারে দুর্বৃত্তরা। নগরকান্দা থানার ওসি সফর আলী জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।