পানি কমার সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে উঠতি আমন ক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি ও বসতবাড়ি যাচ্ছে তিস্তার পেটে। সাত দিনে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের উত্তর লালচামার গ্রামের অন্তত ১০টি বসতবাড়ি ও শতাধিক বিঘা ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে আরও শতাধিক বসতবাড়ি। এর আগে অন্তত ৭০টি বসতবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে জানান স্থানীয়রা। সংশ্লিষ্টরা জানান, উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী। প্রতিবছর পানি বাড়লে বা কমলে এমনকি বন্যা দেখা দিলেই শুরু হয় নদী ভাঙন। যা চলতে থাকে মাসের পর মাস। নদী পাড়ের মানুষের অভিযোগ, সরকার স্থায়ীভাবে নদী ভাঙন রোধ, ড্রেজিং, নদী খনন ও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় প্রতি বছর পাঁচ শতাধিক বসতবাড়ি, হাজার হাজার একর ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। নদীতে বসতবাড়ি বিলীন হয়ে যাওয়া উত্তর লালচামার গ্রামের আব্দুল জব্বার মিয়া বলেন, ভাঙনের খবর পায়য়্যা বড় বড় অফিসাররা আসে আর দেখি চলি যায়। পরে তামার আর খোঁজ পাওয়া যায় না। চেয়ারম্যান, মেম্বাররা কয়, হামরা তো ভাঙনের খবর দিয়ে অফিছার নিয়ে আসছি। কী ব্যবস্থা নেয় তোমরা তা জানবার পাবেন। তিনি বলেন, মাসের পর মাস চলি যায়, কোন খবর হয় না। হামরা ত্রাণ চাই না, হামাক ভাঙন ঠ্যক্যায় দেও। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মনজু মিয়া বলেন, শুধুমাত্র ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে। স্থায়ীভাবে ভাঙন ঠেকানো না হলে চরবাসির দুঃখ কোন দিনও দূর হবে না। কৃষি অফিসার রাশিদুল কবির বলেন, কাপাসিয়া শ্রীপুর, চন্ডিপুর ও হরিপুর ইউনিয়নের কয়েকটি চরে তিস্তার ভাঙনে আমনক্ষেতসহ অন্যান্য ফসলি জমি নদীতে বিলিন হচ্ছে। এতে কৃষকদের ক্ষতি হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। চেয়ারম্যানদেরকে তালিকা করে পাঠাতে বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী হাফিজুল হক বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। এই মুহূর্তে জিও ব্যাগ ও জিও টিউব ফেলা ছাড়া আর কোন প্রকল্প হাতে নেই। স্থায়ীভাবে ভাঙন রোধ সরকারের উপর মহলের সিদ্ধান্তের ব্যাপার।
শিরোনাম
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
- বিশ্বজুড়ে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
- শুধু একটি নির্বাচনের জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা রক্ত দেয়নি : মাসুদ সাঈদী
- ছাত্রী হেনস্তার অভিযোগ, ৩৭টি বাস আটকে রাখলো জাবি শিক্ষার্থীরা
- লিভ-টুগেদারে থাকতে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন, অতঃপর…
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার
- বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০
- সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুই হাজার শীতার্ত
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
- অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : ডিএমপি কমিশনার
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪
তিস্তার পেটে ফসলি জমি-বসতবাড়ি
সাইফুল মিলন, গাইবান্ধা
এই বিভাগের আরও খবর