আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে জয়দেবপুর রেলগেট এলাকায় সংঘর্ষ ও গুলির ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে বিএনপি সমর্থিত সৌরভ গ্রুপের সঙ্গে মনিরুল ইসলাম সাগর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় রিকশাযোগে যাওয়ার সময় পথচারী ছাবেদ তালুকদার (৫২) গুলিবিদ্ধ হন। প্রতিপক্ষরা সাগর গ্রুপের সফিকুল ইসলাম টিটুকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
জিএমপি সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, সংঘর্ষে ঘটনায় একজন গুলিবিদ্ধ এবং টিটুসহ দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।