গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে আবাসিক সংযোগে তিতাস গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বেশি দুর্ভোগে পড়েছেন উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক ও ভাড়াটিয়ারা। গ্যাসের দাবিতে সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি জোনাল অফিস ঘেরাও রেখে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ওই অফিসের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এলাকাবাসীর অভিযোগ, তিন মাস ধরে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক সংযোগে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। উপজেলার কালিয়াকৈর, লতিফপুর, সাহেব বাজার, টানকালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা বাধ্য হয়ে বিভিন্ন বাজার থেকে গ্যাস সিলিন্ডার, চুলা, কাঠ কিনে ও অন্যান্য জ্বালানি ব্যবহার করে তাদের রান্নার কাজ করছেন। গ্যাস না পেলেও নিয়মিত গ্যাস বিল দিতে হচ্ছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। এ ঘটনায় ইউএনও ও চন্দ্রা জোনাল অফিসে বারবার অভিযোগ দিয়েও গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নবীনগর-চন্দ্রা জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কালিয়াকৈর সদরের লোকজন গ্যাস পায় না। কবে নাগাদ তারা গ্যাস পাবেন সে জন্য তারা ওই অফিসে আসেন। কিন্তু এটা একটা জাতীয় সমস্যা। আমাদের সিস্টেমে গ্যাস কমে গেছে। যতদিন পর্যন্ত জাতীয়ভাবে গ্যাসের সমস্যার সমাধান না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহক ফারুক হোসেন, হজরত আলী মিলন, কবীর হোসেন, আরিফ হোসেন, হারুন অর রশিদ, ফলজু মিয়া, সেলিম হোসেন, শহিদুল ইসলাম, রমলা বেগমসহ অনেকেই বলেন, গ্যাস না থাকায় তারা রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে ফেঁসে যাবেন ৩৪ শতাংশ ভারতীয়
- ‘তিন স্তম্ভের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে জাপান’
- একযোগে ১২ জেলার এসপিকে বদলি
- বাদ যাচ্ছে সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ মুক্তিযোদ্ধার নাম
- ব্যয় সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা
- বাংলাদেশের জন্য ৬০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির
- বাগেরহাটে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
- দুর্নীতির অপরাধে এসপি নিহার রঞ্জনকে শাস্তি দিলো সরকার
- ভারতের ‘আগ্রাসনের’ প্রতিবাদে সাবেক পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভ, ৬ দাবি
- কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গু রোগী শনাক্ত
- সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত
- কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি
- ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- বগুড়ার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের মৃত্যুবার্ষিকী আজ
- এখন কত সম্পত্তির মালিক কোহলি-আনুশকা?
- অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫৭৯ কর্মকর্তা
- ‘দেশের এক ইঞ্চি দখলের চেষ্টা করলে হাত ভেঙে দিতে দ্বিধাবোধ করবো না’
- স্বার্থান্ধতার কারণে দেশের রাজনীতি আজ লক্ষ্যচ্যুত : সেলিম উদ্দিন
- ‘পুষ্পা ২’ শো শেষে সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার
প্রকাশ:
০০:০০,
বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪
কালিয়াকৈরে তিতাস গ্যাসের গ্রাহকরা দুর্ভোগে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
টপিক
এই বিভাগের আরও খবর